বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বরিশাল বিভাগে যোগ দিলেন ৩৯৬ নতুন ডাক্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

৩৯তম বিসিএসে উত্তীর্ণ ৩৯৬ জন নতুন চিকিৎসক বরিশাল বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেছেন। গতকাল সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে নবাগত চিকিৎসকদের এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানায়, বরিশাল বিভাগে চিকিৎসকের ১ হাজার ৬৬টি পদের মধ্যে ৭২৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিল। নতুন ৩৯৬ জন চিকিৎসক যোগদান করার পরও বিভাগে চিকিৎসকের ২৮০টি পদ শূন্য রয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আবদুর রহিমের সভাপতিত্বে অরিয়েন্টেশনে শেরেবাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন ও সাবেক পরিচালক ডা. মু. কামরুল হাসান সেলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন স্থান থেকে বরিশাল আগত চিকিৎসকরা এখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে রোগীর সেবা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ খবর