বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে। গ্রহণটি বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত চলবে। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করার ব্যাপক কর্মসূচি নিয়েছে। বিজ্ঞান জাদুঘর ভবনের ছাদে যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি আনা দুটি শক্তিশালী সোলার টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জন্য সেখানে ৩০ হাজার বর্গফুট এলাকাজুড়ে এ প্রদর্শন সুবিধা উন্মুক্ত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর