বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
দাম বেড়ে দ্বিগুণ

শীতের পোশাকের জমজমাট বিক্রি

প্রতিদিন ডেস্ক

কয়েক দিন ধরেই শীত বেড়েছে। দিনের বেশিরভাগ সময় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকছে। শীতের তীব্রতা বাড়ায় গরম পোশাকের দোকানগুলোতে ভিড় বেড়েছে। কোনো কোনো স্থানে অস্বাভাবিকভাবে বেড়েছে শীতের পোশাকের দাম। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য। খুলনা : শীত বেড়ে যাওয়ায় নগরীর বিভিন্ন স্থানে গরম পোশাকের দোকানগুলোতে ভিড় বেড়েছে। বিশেষ করে কম দামে পণ্য কিনতে সড়কের মোড়ে মোড়ে ভাসমান দোকানগুলোতে ভিড় করছেন নি¤œ আয়ের মানুষ। নগরীর ডাকবাংলা, রূপসা, ফেরিঘাট, কেসিসি মার্কেট, নিক্সন মার্কেট, হেলাতলা মোড়, গল্লামারি, দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ভ্যানে কাপড় বিক্রি করা হচ্ছে। এখানে ক্রেতার ভিড়ও অনেক বেশি। সন্ধ্যার পর থেকে দোকানগুলোতে পা ফেলার জায়গা থাকে না। পুরনো সোয়েটার, জাম্পার, জ্যাকেট, ফুলহাতা গেঞ্জি, মোজা, মাফলার পাওয়া যায় একশ’ থেকে দেড়শ’ টাকার মধ্যে। চাহিদা মতো পোশাক পাওয়ায় এরই মধ্যে এ দোকান পরিচিতি পেয়েছে ‘১০০ টাকার দোকান’ হিসেবে। পঞ্চগড় : কয়েক দিন ধরেই বইছে শৈত্যপ্রবাহ। এ জন্য শীতের কাপড়ের বেচাকেনা বেড়েছে। এই সুযোগে কাপড়ের দামও বাড়িয়েছে ব্যবসায়ীরা। সাধারণ মানুষের অভিযোগ ঠান্ডার সুযোগ নিয়ে শীতের কাপড়ের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। এতে সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। নেত্রকোনা : নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও ভিড় করছেন গরমের পোশাকের মার্কেটে। ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় দোকানিরা বাড়িয়ে দিয়েছেন পোশাকের দাম।

 পুরনো কাপড়ের সিজনাল  দোকানি আনিস জানান, দুই মাস তাদের ব্যবসা জমজমাট থাকে। 

সর্বশেষ খবর