বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় মঞ্চায়ন গীতি চন্দ্রাবতী

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় মঞ্চায়ন গীতি চন্দ্রাবতী

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো সংস্কার নাট্যদলের নিয়মিত প্রযোজনার নাটক ‘গীতি চন্দ্রাবতী’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। নয়ান চাঁদ ঘোষের রচনায় এর নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মনামী ইসলাম কনক, বাপ্পী সাইফ, ফাতেমা তুজ জোহরা ইভা, আশিকুর রহমান, নাবা চৌধুরী, খন্দকার রাকিবুল হক, মাসুদ কবির, হুমায়রা তাবাসসুম নদী, রাকিবুল ইসলাম রাসেল, মেছবাহুর রহমান, জান্নাত তাসফিয়া বাঁধন, ইগিমি চাকমা, মোস্তফা জামান সৌরভ, উষ্মিতা চৌধুরী, নির্ঝর অধিকারী, মায়ান মাহমুদ, টুটুন চাকলাদার, মোস্তাফিজুর রহমান মফিজ, সানাউল্লা সান্টু, সেলিম রেজা স্বপন প্রমুখ। একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় দেশ নাটক প্রযোজিত নাটক ‘নিত্যপুরাণ’। চ্যানেল আই চত্বরে বিটিভির ৫৬তম জন্মদিন পালন

গতকাল ২৫ ডিসেম্বর ছিল সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৫৬তম জন্মদিন। কুয়াশাচ্ছন্ন ভোরে চ্যানেল আই চত্বরে অনুষ্ঠানের শুরুতে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ ও সুরের ধারার শিল্পীরা। এরপর বিটিভির শুরু থেকে বর্তমান পর্যন্ত  বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুনসহ মিডিয়ার বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।

সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টার এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশন।

সর্বশেষ খবর