শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফজলে হাসান আবেদের কুলখানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি গতকাল বাদ আসর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, অর্থনীতিবিদ রেহমান সোবহান, আইনবিদ ড. কামাল হোসেন, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী, স্থানীয় এমপি রহমতউল্লাহ, শিল্পপতি আবদুল আউয়াল মিন্টুসহ মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। তাঁর স্মৃতিচারণ করে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ফজলে হাসান আবেদ দেশে-বিদেশে এত যশ, সম্মান, স্বীকৃতি-পুরস্কার পেয়েও অত্যন্ত বিনয়ী ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, তাঁর প্রয়াণ বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। পরিবারের পক্ষে মরহুমের জামাতা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্যার ফজলে হাসান আবেদ সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন। পরিবারের সদস্য বা সহকর্মী সবার ইচ্ছা-অনিচ্ছা, ব্যক্তি-সমস্যাকেও তিনি গুরুত্ব দিতেন, সমাধানের চেষ্টা করতেন। বক্তৃতা বা নীতিবাক্য দিয়ে নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত তুলে ধরে তিনি সবাইকে সঠিক পথটি দেখাতেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উন্নয়নব্যক্তিত্ব স্যার ফজলে হাসান আবেদ গত ২০ ডিসেম্বর মারা যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর