রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেষ হলো আবাসন মেলা

বসুন্ধরা প্লট ও এলপিজি স্টলে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

ক্রেতা-দর্শনার্থীদের সাড়া ও আগ্রহের মধ্য দিয়ে শেষ হলো আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন পাঁচ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৯। গতকাল মেলার শেষ দিনে বেশ ভিড় ছিল ক্রেতা-দর্শনার্থীর। শেষ মুহূর্তে ক্রেতা-দর্শনার্থী তাদের পছন্দের ফ্ল্যাট ও প্লট নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। মেলায় বসুন্ধরা গ্রুপের দুই প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড ও বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের স্টলে ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় দেখা গেছে। ক্রেতা-বিক্রেতার মেলবন্ধনের এ সুযোগ সৃষ্টি করতে পেরে খুশি রিহ্যাব নেতৃবৃন্দ। এবারের মেলায় জমি, ফ্ল্যাট, বাড়ি কিংবা পুরনো সম্পত্তির কেনাবেচা হয়েছে বেশ জোরেশোরে। প্রতি বছরের মতো এবারও তাই নানা ছাড়-অফার কিংবা নানা পুরস্কারের ঝুল নিয়ে বিক্রেতারা পসরা সাজিয়েছিলেন। ফ্ল্যাট এবং ল্যান্ড ছাড়াও বাড়ি তৈরির উপকরণ, আইনি সহায়তা কিংবা নির্মাণ সরঞ্জাম সবই মিলেছে রিহ্যাব ফেয়ারে। তবে ক্রেতারা নজর দিয়েছেন তাদের পছন্দের জায়গা অথবা ফ্ল্যাট নিয়ে। সন্তুষ্টির কথা জানিয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়ই। রাজধানীর শেরেবাংলানগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব আয়োজিত শীতকালীন এ আবাসন মেলা শুরু হয় ২৪ ডিসেম্বর। মেলার কো-স্পন্সর ছিল দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেড। এবারের আবাসন মেলার সফলতার কথা জানিয়ে রিহ্যাবের প্রথম সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া বলেন, ‘যারা এসেছেন বেশির ভাগই ফ্ল্যাট ও প্লট কেনার খোঁজখবর নিয়েছেন। এর মধ্যে অনেকে বুকিং দিয়েছেন। মেলার পর আরও ছয় মাস এসব ক্রেতার কাছে ফ্ল্যাট বিক্রি হবে।’ এ মেলা আবাসন খাতে বেচাকেনা চাঙ্গা করবে বলে আশা করেন তিনি। রিহ্যাব সহসভাপতি কামাল মাহমুদ বলেন, ‘ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সমন্বয় ঘটাতে আমাদের এ ফেয়ারের আয়োজন। আমরা মনে করি, আমাদের এবারের আয়োজন সফল হয়েছে। শীতে বেড়াতে আসা প্রচুরসংখ্যক প্রবাসী বাংলাদেশি মেলা ঘুরে গেছেন। তাঁরা মেলায় ফ্ল্যাট ও প্লটের খোঁজখবর নিয়েছেন। আমরা আশাবাদী, তাঁরা এ খাতে বিনিয়োগ করবেন।’ বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেডের স্টলে গতকাল দিনভর ছিল ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। তাঁরা বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন ব্লকে পছন্দের প্লট দেখেছেন। ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রাইভেট) লিমিটেডের বিপণন ও বিক্রয় বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জহিরুজ্জামান জহির বলেন, ‘দেশে বেসরকারি আবাসনে রাজউক অনুমোদিত সবচেয়ে বড় প্রকল্প হলো বসুন্ধরা আবাসিক এলাকা। আমরা এবারের মেলায় বসুন্ধরা আবাসিক প্রকল্পের কিছু রেডি প্লট নিয়ে এসেছি। আছে কিছু কমার্শিয়াল প্লটও। কিউ ও পি এক্সটেনশন এবং আর ব্লকে প্লট বরাদ্দ চলছে। আমরা ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে ও দীর্ঘমেয়াদি কিস্তি সুবিধা দিচ্ছি। প্রতি কাঠায় মাসিক ১৫ হাজার টাকার ৬০টি দীর্ঘমেয়াদি কিস্তি সুবিধা রয়েছে আমাদের প্রকল্পে।’ অন্যদিকে মেলায় অংশ নেওয়া বসুন্ধরা গ্রুপের আরেক প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ডেপুটি ম্যানেজার আলী আবদুল্লাহ বলেন, ‘দেশের সর্ববৃহৎ এই এলপি গ্যাসের স্টলে তুলে ধরা হচ্ছে ৪০টি ধাপে তৈরি সবচেয়ে নিরাপদ সিলিন্ডারের বিভিন্ন দিক। দর্শনার্থীরা জানতে পারছেন এলপি গ্যাসের নিরাপদ ব্যবহারের নিয়মাবলি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর