রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

নৈতিক অবক্ষয় রোধ করতে না পারলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে

-------- শ ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বৈষয়িক উন্নয়ন বাংলাদেশে অনেক হয়েছে। আমাদের অর্থনৈতিক মুক্তি এসেছে অনেকটাই। কিন্তু নৈতিকতা ও মূল্যবোধের মুক্তির কাক্সিক্ষত জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধ করতে না পারলে সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাই এ অবক্ষয় রুখতে হবে। জাতিকে এ অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হবে। গতকাল রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘আলোকিত ৫০ বছর’ শিরোনামে আয়োজিত শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর উদযাপন উৎসবের আহ্বায়ক ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, কলেজের প্রাক্তন শিক্ষার্থী আনোয়ার হোসেন, প্রাক্তন ভিপি কামাল উদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইয়নিয়নের সভাপতি আবু জাফর সূর্য, কলেজের অধ্যক্ষ মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ ড. আবেদা সুলতানা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর