রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রাম নগরীতে এখনো অনেক নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি : মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে অনেক নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরে চাপ বাড়ছে মানুষের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। এখনই ওভার লোডেড হয়ে গেছে। অথচ নগরবাসীর কোনো নাগরিক সুবিধাই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। গ্যাস, বিদ্যুৎ, পানি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি নাগরিক চাহিদার এখানে যথেষ্ট ঘাটতি রয়েছে। এ নিয়ে এখন থেকেই নতুন করে চিন্তা করা উচিত।

গতকাল নগরের শেরশাহে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি  লিমিটেডের ফ্ল্যাটব্লক কাম শপিং ও কমিউনিটি সেন্টার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সোসাইটির পরিচালক ও বিএফইউজের যুগ্মমহাসচিব মহসীন কাজীর সভাপতিত্বে এবং সোসাইটির সেক্রেটারি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী শওকত, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রকল্পের কনসালটেন্ট স্থপতি আশিক ইমরান, সোসাইটির পরিচালক মনজুরুল আলম মঞ্জু, সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী, অ্যাডভোকেট সুখময় চক্রবর্তী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর