বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কম লেনদেনে বছর শুরু শেয়ারবাজারের

আজ বসছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কম লেনদেন দিয়ে বছর শুরু করল শেয়ারবাজার। গতকাল নতুন বছরের প্রথম দিনে সূচক না কমলেও বাড়েনি এক পয়েন্টও। সূচক স্থির অবস্থানে ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেন কমেছে আগের দিনের চেয়ে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত বছরের শেষ দিনে ছিল ৪ হাজার ৪৫৩ পয়েন্টে। গতকাল মাত্র দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে একই অবস্থানে স্থির থেকে শেষ হয় ডিএসইর লেনদেন। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ২২ কোটি ৬৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৯৯ লাখ টাকার। ডিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২১টির বা ৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৮৬টির বা ২৪ শতাংশের এবং ৪৬টি বা ১৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার পরিমাণে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। কোম্পানিটির ১৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জহোলসিমের ৮ কোটি ৭৮ লাখ টাকার এবং ৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক।

আজ বসছেন অর্থমন্ত্রী : শেয়ারবাজারের সমস্যা-সংকট নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ শেরেবাংলানগরে এনইসি টাওয়ার মিলনায়তনে এ বৈঠক হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালকসহ শেয়ারবাজারের বিভিন্ন কর্তাব্যক্তি অংশ নেবেন এ বৈঠকে। পূর্বনির্ধারিত এ বৈঠক হবে বিকার ৩টায়। গত এক বছরে নানা উদ্যোগ নেওয়ার পরও কোনো পরিবর্তন দেখা যায়নি শেয়ারবাজারে। সংকট আরও বেড়ে খাদের মধ্যে রয়েছে দেশের শেয়ারবাজার। এসব সংকট নিয়েই আলোচনা করা হবে এ বৈঠকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর