বুধবার, ৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৩৩টি মডেল মাদ্রাসাকে জাতীয়করণের দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের বাছাইকরা ৩৩টি মডেল মাদ্রাসাকে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মডেল মাদ্রাসা শিক্ষক সমিতি। গতকাল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের নেতারা এ দাবি তুলে ধরেন। সংগঠনের সভাপতি ইকামতে দীন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু ইউসুফ মৃধার নেতৃত্বে সাধারণ সম্পাদক মো. আবদুল মোমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানান, উপমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জাতীয়করণের বিষয়ে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন। দেশে বর্তমানে ৯ হাজার ৩১১টি আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা রয়েছে।

সর্বশেষ খবর