শিরোনাম
রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
ব্যাপক গণসংযোগে প্রার্থীরা

দেশটা কারও পারিবারিক সম্পত্তি নয় : ইশরাক

নিজস্ব প্রতিবেদক

দেশটা কারও পারিবারিক সম্পত্তি নয় : ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কোনো রকমের রাষ্ট্রীয় বা পারিবারিক প্রভাব বিস্তার না করার জন্য আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, নির্বাচনে কোনো প্রার্থী বা পরিবারের প্রভাব পড়বে না। কারণ, দেশটা কারও পারিবারিক সম্পত্তি নয়। বিএনপির এই প্রার্থী বলেন, আমি যতটুকু জানি উনি (তাপস) একজন সজ্জন ব্যক্তি। তাই আমার প্রতিপক্ষের প্রার্থীর প্রতি আহ্বান থাকবে, নির্বাচনে কোনো প্রকার প্রভাব বিস্তার করবেন না। গতকাল দুপুরে রাজধানীর পুরান ঢাকার গোপীবাগে নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, গত কয়েকদিন আগে ওয়ারী থানা এলাকায় একজন সাংবাদিকের ওপর হামলা হয়েছে। ডিএসসিসির ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীকে লাঞ্ছিত করা হয়েছে। এ জন্য আমরা ভোট কেন্দ্র পরিচালনা কমিটি করব। ২৭ জানুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে ইশরাক বলেন, নারী ও শিশুদের বসবাসের জন্য সবচেয়ে অনিরাপদ শহর হিসেবে ঢাকা এখন এক নম্বরে। বিকাল সাড়ে ৩টায় ৩৫ নম্বর ওয়ার্ডের রায়সাহেব বাজার মোড় থেকে ১৬তম দিনের প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। এরপর ৩৬ নম্বর ওয়ার্ডেও বাগডাসা লেন, সুইপার কলোনীতে প্রচারণা চালিয়ে ৩২ নম্বর জিন্দাবাহার জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে ৩৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা ও গণসংযোগ করে বংশাল বড় (জামে) মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে সন্ধ্যা ৭টায় ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময় সভার মাধ্যমে গতকালের নির্বাচনী তৎপরতা শেষ করেন ইশরাক হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর