সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

কাউন্সিলরদের পদে না রাখতে শেখ হাসিনার নির্দেশ

রফিকুল ইসলাম রনি

ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এই কমিটিতে দুই সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের দলীয় পদে না রাখতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, তাদেরও কোনো পদ-পদবি না দিতে নিষেধ করেছেন তিনি। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ বার্তা দেন তাদের। গত বছরের ৩০ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে শেখ বজলুর রহমান ও এস এ মান্নান কচি উত্তরে এবং আবু আহমেদ মন্নাফী ও হুমায়ুন কবির দক্ষিণের দায়িত্ব পান। ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন এবং ১ ফেব্রুয়ারি ঢাকা দুই সিটির ভোটের কারণে কমিটি গঠনের কাজ শুরু করতে পারেননি দায়িত্বপ্রাপ্ত নেতারা। সিটি ভোটের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই সিটি করপোরেশনের শীর্ষ নেতাদের নিয়ে ধানমন্ডিতে বৈঠক করেন। এতে তিনি আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।  এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যারা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন তারা এবং যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের মহানগরের পদে না রাখার নির্দেশনা দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন ‘যারা কাউন্সিলর হয়েছেন তাদের দলের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দরকার নেই। আওয়ামী লীগ অনেক বড় দল। এখানে একেকজনকে একেকভাবে মূল্যায়ন করতে হবে। যারা কাউন্সিলর হয়েছেন তারা তাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করুক।’

সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সংগঠনে ক্ষমতার ভারসাম্য রাখতে একই ব্যক্তিকে একাধিক পদে না রাখার পক্ষে। এ কারণে গত রাতে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এই নির্দেশনা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর