শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে চোখের অপারেশন

নিজস্ব প্রতিবেদক

অসহায় দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে নিয়মিত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালটিতে গতকাল বিনামূল্যে ৪৮ জনের চোখের ছানি ও একজনের নেত্রনালি অপারেশন করা হয়। সেই সঙ্গে হাসপাতালের পক্ষ থেকে সব পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ সরবরাহ ও দূর থেকে আসা রোগীদের আবাসন ব্যবস্থা করা হয়। হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদের নেতৃত্বে সার্জারি দলে ছিলেন ডা. মৌটুসি ইসলাম ও ডা. রুবিনা আক্তার। ডা. সালেহ আহমেদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ভিশন কেয়ার ফাউন্ডেশন, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও চিকিৎসা সহায়তা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে এক হাজার ৮৬০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়। চোখের অপারেশন প্রয়োজন এমন ৫১০ জনকে বাছাই করে পর্যায়ক্রমে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এনে অপারেশন করা হচ্ছে। গতকাল ৪৯ জনের চোখে সার্জারি করা হয়েছে। ধারাবাহিকভাবে অন্যদেরও করা হবে। এসব রোগীকে একদিন আগে ঢাকায় এনে সব পরীক্ষা-নিরীক্ষা, থাকা-খাওয়ার ব্যবস্থা, ওষুধ সরবরাহ হাসপাতালের পক্ষ থেকে করা হচ্ছে। প্রতি মাসেই আমরা বিভিন্ন জেলায় এমন চিকিৎসা ক্যাম্পের আয়োজন করছি। হাসপাতালের জাকাত ফান্ড থেকে দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর