শিরোনাম
শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে সবাইকে সচেতন হতে হবে

-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এই এলাকায় যে কোনো সময় এ ধরনের ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এ জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দেশে একনায়কতন্ত্র আর ফ্যাসিবাদ চলছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এখন দেশে গণতন্ত্র নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক   ইউনিয়ন (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। ডিইউজে একাংশের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে এতে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক মহাসচিব এমএ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি আবদুস শহীদ, আবদুল হাই শিকদার, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের লড়াই সংগ্রামে সাংবাদিকরা সবসময় সামনের কাতারে ছিলেন। আমরা তাদের দেখে অনুপ্রাণিত হই। তাদের চাকরির নিশ্চয়তা নেই। সাগর-রুনি হত্যাকাে র বিচার বছরের পর বছর ঝুলে আছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ছাঁটাই হচ্ছে। সাংবাদিকরা কাজ করতে পারছেন না। অথচ দেখছি দু-একজন সাংবাদিক নেতা বহু উপরে উঠে গেছেন।

মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশের মানুষ সাংবাদিকদের শ্রদ্ধার  চোখে দেখে। আজ অনেক সাংবাদিক বলছেন, আমাদের কি সাংবাদিকতা ছেড়ে দিতে হবে! তারা ভাবছেন সাংবাদিক হিসেবে আমরা যারা ক্যারিয়ার গড়ার চেষ্টা করছি, তারা মনে হয় ভুল করেছি। কারণ এখানে নিরাপত্তা নেই। আর্থিক নিরাপত্তা নেই। সর্বোপরি লেখা ছাপা হওয়ার পর মামলা হবে না, গুম হয়ে যেতে হবে না, তার কোনো নিশ্চয়তা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর