রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা আতঙ্কে শেয়ারবাজারে সপ্তাহে কমল ২৫৫ পয়েন্ট

ব্যাংকের বিনিয়োগ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নির্দেশ এবং বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারির পরও শেয়ারবাজারে বিনিয়োগে আসছে না ব্যাংকগুলো। করোনাভাইরাস আতঙ্কে শেয়ারবাজারে চরম অস্থিরতা সৃষ্টি হলেও সোনালী ব্যাংক ছাড়া কেউ বিনিয়োগের ঘোষণা দেয়নি। ব্যাংকের বিশেষ তহবিল গঠনের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রতিদিন কমছে শেয়ারবাজারের সূচক। অস্থিরতার কারণে গত এক সপ্তাহে ডিএসইর সূচক কমেছে ২৫৫ পয়েন্টের বেশি। বাজার মূলধন কমেছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। জানা গেছে, শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১০ ফেব্রুয়ারি প্রত্যেক ব্যাংককে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। তবে এখনো কোনো ব্যাংক তহবিল গঠন বা শেয়ারবাজারে বিনিয়োগের ঘোষণা দেয়নি। শুধু সরকারি সোনালী ব্যাংক তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। এদিকে বাজারে তারল্য সংকটের কারণে প্রতিদিনই কমছে শেয়ার দর। গত সপ্তাহের বাজার লেনদেনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক কমেছে আর দুই দিন সূচক বেড়েছে। পাঁচ দিনে ডিএসইতে দুই হাজার ৮৮ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৯৫৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩২২ কোটি ২৩ লাখ ৯৯ হাজার ৮৭৫ টাকা কম। ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪১৭ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ১৯১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ১৬৬ টাকার। বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৩০ পয়েন্টে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৩২৬টির। বাজার পরিস্থিতি জানতে চাইলে ডিএসইর পরিচালক মো. রকিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ব্যাংকগুলো এখনো বিনিয়োগের ঘোষণা দেয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর