মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা ও ভর্তি বন্ধের আহ্বান ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতিতেও কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউজিসির পরামর্শ অমান্য করে অনলাইনে পরীক্ষা নিচ্ছে। এমনকি দেশের এ সংকটময় মুহূর্তেও কিছু বিশ্ববিদ্যালয় সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম শুরু করেছে। উ™ভূত পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিস্টার ফাইনাল ছাড়া গ্রেড প্রদান, মূল্যায়ন এবং কোনো ধরনের পরীক্ষা ছাড়াই স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি বিধিসম্মত নয়। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কার্যক্রম পরিচালনা দুঃখজনক। এ সকল বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। তবে গত ২৪ মার্চ ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা সাময়িকভাবে পূরণের লক্ষ্যে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে চলতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় ইউজিসির বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ খবর