বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

খুনি মাজেদের মাধ্যমে তথ্য বের করতে হবে : নাসিম

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির রায় মাথায় নিয়ে পলাতক আসামিদের অন্যতম আবদুল মাজেদকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব তথ্য বের করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, খুনি আবদুল মাজেদ শুধু ১৫ আগস্টের হত্যাকা-ে  জড়িত নয়, ৩ নভেম্বর জেলখানায় ঢুকে জাতীয় চার নেতার নির্মম হত্যাকা-ের অন্যতম আসামি। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব তথ্য বের করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি। গতকাল ১৪ দলের পক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন মোহাম্মদ নাসিম। মঙ্গলবার খুনি মাজেদকে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শহীদ জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান নাসিম বলেন, করোনার মহাদুর্যোগের মধ্যেও একটি স্বস্তিদায়ক খবর ১৫ আগস্ট ও জেলহত্যা মামলার একজন মৃত্যুদ প্রাপ্ত পলাতক আসামি মাজেদ গ্রেফতার হয়েছে। এতে দেশবাসীর সঙ্গে আমরাও খুশি। মোহাম্মদ নাসিম বলেন, খুনি মাজেদের মৃত্যুদ  বাস্তবায়নের আগে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে কাদের নির্দেশে জেলখানার অভ্যন্তরে প্রবেশ করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। এই খুনি প্রায় কয়েক যুগ ভারতের কলকাতায় কীভাবে ও কাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় আত্মগোপন করেছিল- সেই ব্যক্তি ও গোষ্ঠীর মুখোশ উন্মোচন হওয়া দরকার। এটি ভালোভাবে করা হলে বঙ্গবন্ধুর হত্যাকা-ের অন্য পলাতক খুনিদের খুঁজে বের করা সহজ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর