রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সঠিক তালিকা করে ত্রাণ দিন : জাসদ

নিজস্ব প্রতিবেদক

নির্ভুল ও সঠিকভাবে তালিকা তৈরি করে খাদ্যত্রাণ সহায়তা দিতে সরকার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। গতকাল এক বিবৃতিতে তারা বলেছেন, করোনাজনিত পরিস্থিতিতে ‘দিন আনে দিন খায়’ মানুষসহ যারা কর্মহীন হয়ে খাদ্য সংকটে আছেন এমন ৭৫ লাখ পরিবার অর্থাৎ তিন কোটি মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে স্বাগত জানাই। তারা বলেন, প্রধানমন্ত্রীর বার বার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও খাদ্যত্রাণ সহায়তা প্রার্থীদের তালিকা নিয়ে বহু ক্ষেত্রেই সমন্বয়হীনতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ করা হচ্ছে। যাদের খাদ্যত্রাণ দরকার নেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের নাম তালিকায় রয়েছে তারাও খাদ্যত্রাণ পায়নি। আবার কেউ কেউ একাধিকবার খাদ্যত্রাণ নিয়েছেন।

 কেউ কেউ একবারও পাননি। স্বজনপ্রীতি ও দলবাজি এমন জঘন্য পর্যায়ে পৌঁছেছে যে খোদ আওয়ামী লীগের সাধারণ সদস্য কর্মী নিরুপায় অসহায় প্রকৃত খাদ্যত্রাণ প্রার্থীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত না করে প্রভাবশালী ব্যক্তিরা তাদের ব্যক্তিগত পছন্দের লোকদের নাম তালিকা অন্তর্ভুক্ত করছে যাদের খাদ্যত্রাণ দরকারই নেই। সঠিকভাবে তালিকা প্রণয়ন করে ত্রাণসহায়তা দিন।       

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর