মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে করোনা নমুনা পরীক্ষার ল্যাব সংকট

করোনায় মৃত্যু একজনের চিকিৎসাধীন ১০

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসের (বিআইটিআইডি) ল্যাবরেটরিতে গত ৮ এপ্রিল করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় ১৩০টি। এর মধ্যে নির্ধারিত সময়ে নমুনা পরীক্ষা করা সম্ভব হয় ১০৪টি। ৯ এপ্রিল পূর্বের ২৬ এবং ওই দিনের ১০০-সহ ১২৬টি নমুনা হলেও ৭৩টি পরীক্ষা করা হয়। ১১ এপ্রিল প্রায় ১০০ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয় ৭৯টি।     বিআইটিআইডি ল্যাবে প্রতিদিন রুটিন করে করোনা সন্দেহে নমুনা সংগ্রহের হার বাড়ছে। কিন্তু সংগ্রহ করা নমুনাগুলো নির্ধারিত সময়ে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ল্যাবরেটরির সক্ষমতার চেয়ে নমুনা বেশি হওয়ায় পরীক্ষায় বিলম্ব হচ্ছে। ফলে নমুনা পরীক্ষায় সংকট দেখা দিয়েছে। তাছাড়া করোনাভাইরাসের নানা উপসর্গ নিয়ে বিআইটিআইডিতে গেলেও অনেককে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ আছে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও ১০ জন চিকিৎসাধীন। জানা যায়, চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত কিনা তা পরীক্ষায় ল্যাব আছে মাত্র একটি। ল্যাব একটি হওয়ায় নমুনা পরীক্ষায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এ ল্যাবের উপকরণ, অবকাঠামো এবং জনবল দিয়ে দৈনিক ৪০টি নমুনা পরীক্ষা সম্ভব। বর্তমানে সক্ষমতার চেয়ে বেশি পরীক্ষা করাতে হচ্ছে। বিআইটিআইডি কর্তৃপক্ষও মনে করছে, নমুনা পরীক্ষা বাড়াতে ল্যাবের সংখ্যা বাড়ানো জরুরি। তবে চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন ল্যাব বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে।

কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পিসিআর (পলিমারি চেইন রিঅ্যাকশন) মেশিন আসার কথা। তাছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবেও নমুনা পরীক্ষার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘প্রায় প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। তাই চমেক হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়াও আরও কয়েকটি ল্যাবেও টেস্ট শুরু করার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে আগে চমেক হাসপাতালে শুরু হবে।’

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ‘কয়েকদিনের মধ্যে চমেক হাসপাতালে পিসিআর মেশিন আসার কথা। মেশিন আসার পর স্থাপনসহ সামগ্রিক কাজ করতে দুই দিন সময় লাগবে। এরপর টেস্ট শুরু করা যাবে।’

সর্বশেষ খবর