মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান আজাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান আজাদ

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল শেখ মো. আবুল কালাম আজাদ (জি), এনজিপি, এনডিসি, পিএসসি। তিনি ১৯৬৭ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি যুক্তরাজ্যের ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজ থেকে আন্তর্জাতিক সাব লেফটেন্যান্ট কোর্স এবং লন্ডনের রয়্যাল নেভাল কলেজ থেকে প্রাথমিক স্টাফ কোর্র্স করেন।

 এ ছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেছেন। নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা ও নৌ সদরের বিভিন্ন পরিদফতরে পরিচালক, ফ্রিগেটসহ বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বানৌজা তিতুমীর ও বানৌজা ঈশা খানের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক, ইউনাইটেড ন্যাশনস ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) ব্যানকন-৪ এর কন্টিনজেন্ট কমান্ডার, সশস্ত্রবাহিনী বিভাগের সিভিল মিলিটারি রিলেশন ডাইরেক্টরেটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর