বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আর্তমানবতা ও মানুষকে ঘরে রাখতে কাজ করছে সেনা র‌্যাব পুলিশ

কাঁধে ত্রাণ নিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি

বিশেষ প্রতিনিধি

আর্তমানবতা ও মানুষকে ঘরে রাখতে কাজ করছে সেনা র‌্যাব পুলিশ

মানুষকে ঘরে রাখতে দিন-রাত নিরলস কাজ করছে সেনা, র‌্যাব ও পুলিশ। তারা রাজধানীসহ সারা দেশের প্রধান প্রধান সড়ক ছাড়াও পাড়া-মহল্লার অলিগলি পর্যন্ত ছুটছেন। কোথাও ছিটাচ্ছেন জীবাণুনাশক ওষুধ মেশানো পানি। কোথাও তুলে দিচ্ছেন অসহায় মানুষের হাতে খাবার। প্রয়োজনে ওষুধ হাতে ছুটে যাচ্ছেন অসুস্থ মানুষের বাড়ি বাড়ি। শুধু তাই নয়, রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকা মানুষকে উদ্ধার করে পৌঁছে দিচ্ছেন হাসপাতালে। অপ্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ও মোটরবাইক নিয়ে যারা রাস্তায় বের হয়ে ঘুরছেন তাদের বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছেন সেনা, র‌্যাব ও পুলিশ সদস্যরা। যারা আইন অমান্য করছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থাও নিচ্ছেন।  আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :  বগুড়া : করোনায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী। ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ১২ বেঙ্গল বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় সোমবার থেকে করোনায় কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে বগুড়া পৌর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বুজরুগবাড়িয়া  গ্রামে ৩০ জন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন ১২ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল রায়হান। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ৫ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ২টি করে সাবান। সশস্ত্র বাহিনীর সদস্যদের অপ্রত্যাশিত ত্রাণ পেয়ে ইউনুস, চম্পা, কোহিনূরের মতো অনেকে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর