বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনায় নিয়োজিত চিকিৎসকরা জাতীয় বীর : আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, করোনার দুর্যোগে নিয়োজিত চিকিৎসকরা জাতীয় বীরের মর্যাদা প্রাপ্য। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, করোনাযুদ্ধের সম্মুখভাগে আছেন চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট সব পেশার মানুষ। এ মুহূর্তে তাদের মনোবল সমুন্নত রাখতে হবে। কয়েকজন চিকিৎসকের ভুল বা অন্যায়ের জন্য চিকিৎসক সম্প্রদায়কে দায়ী করে তাদের হতাশার গভীর খাদে ফেলে দেওয়া যাবে না। কারও কারও শাস্তি বা বরখাস্তের খড়গ জাতীয়ভাবে প্রচার করা এ সম্মুখযোদ্ধাদের মনোবল ভেঙে দেওয়ার শামিল। একই ভাবে বিদেশ থেকে চিকিৎসক আনার মতো উদ্যোগের হুমকি দিয়ে তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়াটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

 এটা কোনোভাবেই কাম্য নয়। আমাদের উচিত যথাযথ সুরক্ষার ব্যবস্থা করে বৃহত্তর চিকিৎসক সমাজকে জাতির এ দুর্যোগে একাত্ম করা এবং জাতীয়ভাবে তাদের উৎসাহিত করা। বিচ্ছিন্ন কারও কারও ত্রুটির জন্য পুরো সম্প্রদায়কে দায়ী করে জাতীয়ভাবে তাদের ঘৃণা আর তুচ্ছতার শিকার করে ফেলা যাবে না। লকডাউনে থেকেও পৃথিবীর সব সভ্য দেশের নাগরিকরা চিকিৎসকদের প্রতি সংহতি জানানোর জন্য বারান্দায় দাঁড়িয়ে বা জানালায় এসে হাততালি দিয়ে, বিলবোর্ড প্রদর্শন করে, অবনত মস্তকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে তাদের অভিনন্দিত করছে। দুঃখজনক হলেও সত্য, আমরা তাদের নিন্দা জানিয়ে, বরখাস্ত করে, চাকরির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে বলপূর্বক সেবা আদায় করা গ্রহণীয় হতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর