বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সিলেটে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে ভোররাতে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুমন্ত মানুষ আতঙ্কে জেগে ওঠেন। গত মঙ্গলবার ভোররাত ৩টা ৪৩ মিনিটের সময় এ ভূকম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের জাফলং। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। মাত্র কয়েক সেকেন্ড ছিল এর স্থায়িত্ব। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, গত ৬ মাসে সিলেটে তিনটি ভূকম্পন অনুভূত হয়েছে।

 তিনটির উৎপত্তিস্থল ছিল ডাউকি চ্যুতির কাছাকাছি। ধারণা করা হচ্ছে ডাউকি চ্যুতির বাইরে ছোটখাটো কোনো চ্যুতি-বিচ্যুতি থেকে এরকম ভূমিকম্পের উৎপত্তি হতে পারে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর