বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অন্যরকম পয়লা বৈশাখ দেখল স্বদেশ

নিজস্ব প্রতিবেদক

কাকভোরে ছিল না সুরের সঙ্গে নাচ, ছিল না পান্তা-ইলিশের মুখরোচক স্বাদে বাঙালিয়ানায় মেতে ওঠার উন্মাদনা। রঙিন পোশাকে রাজধানীতে দেখা মেলেনি আবালবৃদ্ধবনিতার। রমনার বটমূল থেকে ভেসে আসেনি বৈশাখ আবাহনে রবির সুর ‘এসো হে বৈশাখ এসো এসো’। চারুকলা থেকেও বের হয়নি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। করোনার মহামারীতে নিরানন্দ ও জৌলুসহীন ছিল গত মঙ্গলবার, নববর্ষ ১৪২৭ সালের প্রথম দিন পয়লা বৈশাখ। কভিড-১৯-এ সংক্রমণের ভয়ে নিজ গৃহকোণেই কাটিয়েছে সারা দেশের মানুষ। রবিঠাকুরের বর্ষার কবিতার সেই আহ্বানের মতো ‘আজ তোরা যাসনে ঘরের বাহিরে’ এ আহ্বান মেনেই হোম কোয়ারেন্টাইনে স্বেচ্ছাঘরবন্দী জীবন কাটিয়েছে দেশের মানুষ। বৈশ্বিক দুর্যোগ করোনার মহামারী সবুজ শ্যামল প্রকৃতিতেও মরণ ছোবল হেনেছে। আর সেই ছোবলের ভয়ালতায় অন্যরকম এক পয়লা বৈশাখ দেখেছে স্বদেশ। আনন্দ-আয়োজন না থাকলেও ঘরে বসেই বাঙালি পালন করেছে ভিন্নধারার নববর্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে বৈশাখ উদ্যাপনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটস অ্যাপের আশ্রয় নিয়েছে সবাই। রমনার বটমূলের সুরের খেলা আর নাচের ঝংকার ঠাঁই পেয়েছিল ঘরোয়া বিনোদন টেলিভিশনের ছোট পর্দায়। সকালে ছায়ানটের বিগত বছরগুলোর ধারণকৃত নববর্ষের অনুষ্ঠান সম্প্রচার করে বিটিভি।

এ ছাড়া সকালে চ্যানেল আই প্রচার করে ‘এসো হে বৈশাখ’ শিরোনামের অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ইয়াসমিন মুশতারি, সাদী মহম্মদ, সামিনা চৌধুরী ও শফি মন্ডল। আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর