বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনায় আক্রান্ত হলে ব্যাংকাররা পাবেন ৫ থেকে ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব পালনকালে কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা পাবেন। পদমর্যাদা অনুযায়ী ব্যাংক কর্মীদের এই অর্থ প্রদান করা হবে। যা আক্রান্ত হওয়ার ১৫ দিনের মধ্যে দিতে হবে আক্রান্ত ব্যক্তিকে। বিশেষ স্বাস্থ্যবীমা সুবিধা এবং বিশেষ অনুদান দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও যেসব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী নিয়মিত দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে  কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে পদমর্যাদার ভিত্তিতে তাদের ৫  থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা নিশ্চিত করতে হবে।

আক্রান্ত হওয়ার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সেই অর্থ পরিশোধ করবে ব্যাংক। পাশাপাশি তার সার্বিক চিকিৎসার ব্যয় বহন করতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে। এ ছাড়া আক্রান্ত হওয়ার ফলে দুর্ভাগ্যজনকভাবে কোনো ব্যাংক কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু ঘটলে বিশেষ স্বাস্থ্যবীমার জন্য নির্ধারিত অঙ্কের পাঁচগুণ বিশেষ অনুদান হিসেবে তার পরিবারকে প্রদান করতে হবে। এক্ষেত্রে ব্যাংক তার অন্য কোনো দায়দেনার সঙ্গে বিশেষ অনুদান সমন্বয় করতে পারবে না। এ ছাড়াও ব্যাংকের বিদ্যমান নীতিমালার আওতায় অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা যথা নিয়মে প্রদান করতে হবে। এই নির্দেশনা সরকার ঘোষিত সাধারণ ছুটির তারিখ থেকে কার্যকর হবে এবং সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী এক মাস পর্যন্ত কভিড-১৯ দ্বারা আক্রান্তদের বিশেষ স্বাস্থ্যবীমা কার্যকর থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর