রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

হত্যা মামলায় মন্ত্রীর গানম্যান কারাগারে

গাজীপুর প্রতিনিধি

হত্যা মামলায় মন্ত্রীর গানম্যান কারাগারে

গাজীপুরের কালিয়াকৈরের একটি হত্যা মামলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যান পুলিশের এএসআই কিশোর কুমার ম-লকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (অপারেশন) মনিরুজ্জামান খান জানান, শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক হত্যার একমাত্র আসামি কিশোর কুমারকে সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়। প্রক্রিয়াগত কারণে আদালত রিমান্ড শুনানি না করে কারাগারে পাঠায়। এর আগে গুলিতে নিহত শহিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে কিশোরকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। এছাড়া অস্ত্র আইনে আরেকটি মামলা করেছেন কালিয়াকৈর থানার এস আই মুক্তি মাহমুদ।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত ও তার বন্ধু মাহিন উদ্দিন মহিম (৩৪) আহত হন দাবি করেছেন মামলার বাদী। পরে অভিযুক্ত পুলিশের এএসআই কিশোর কুমার ম লকে শুক্রবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছয় রাউন্ড তাজা গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর