সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় জাতীয় ঐক্য জরুরি

-রিজভী

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বাজারপণ্যের সরবরাহ নিশ্চিত করতে ‘খাদ্যপণ্য’ পরিবহনের দায়িত্ব সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল দুপুরে এক অনুষ্ঠানে এ দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেন, এই মহামারী মোকাবিলায় জাতীয় ঐক্য দরকার। জাতীয় ঐক্যের জন্য দুস্থ-কর্মহীন মানুষের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। আমরা কারও বিরুদ্ধে সমালোচনা করতে চাই না। যেটা সঠিক ঘটনা, সঠিক পরিস্থিতি আমরা সেটা তুলে ধরতে চাই। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকব। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর উদ্যোগে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে পিপিই প্রদান করেন রিজভী আহমেদ।    

তিনি বলেন, আজ কৃষিমার্কেট, কৃষিপণ্য পরিবহন খুবই গুরুত্বপূর্ণ। এটা সব মানুষের জন্য জরুরি। এই খাদ্যপণ্য পরিবহনের জন্য ও পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হোক। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধ্যাপক মোর্শেদ হাসান খান, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহ আমানুল্লাহ, ডা. খালেকুজ্জামান দীপু, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব, আমানুল্লাহ আমান ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর