মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ট্রাকে ট্রাকে রাজশাহীতে আসছে মানুষ

নাটোর পুলিশকে জনপ্রতি দিতে হয় ৫০ টাকা, নওগাঁয় ৩০ টাকা!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ট্রাকে ট্রাকে রাজশাহীতে আসছে মানুষ

আনুষ্ঠানিক লকডাউন ঘোষণার আগে দেশের সব জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। লকডাউন ঘোষণার পর রাজশাহীর প্রবেশপথগুলোতে বসানো আছে পুলিশের প্রহরা। কিন্তু কোনোকিছুই যেন বাধা মানছে না। পুলিশের পাহারা ডিঙিয়ে রাজশাহীতে আসছে মানুষ। যারা আসছেন, তাদের অধিকাংশ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে। এ পর্যন্ত রাজশাহীতে যে পাঁচজনকে করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে, তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। স্থানীয় সূত্রগুলো জানায়, প্রতিদিন রাজশাহী থেকে মাছ ও সবজির ট্রাক যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এগুলোই এখন মানুষ পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে। ফেরার পথে তারা মানুষ ভর্তি করে নিয়ে আসছেন। পথে পুলিশ থাকলেও সেই বাধা টপকে যাওয়ার কৌশল আছে চালক ও হেলপারদের কাছে। নাম প্রকাশ না করার শর্তে এক চালক জানান, নাটোর হয়ে রাজশাহীতে ঢুকতে হলে পুঠিয়ার শেষ সীমানায় থাকা পুলিশকে জনপ্রতি ৫০ টাকা দিতে হয়। আর নওগাঁয় ঢুকলে ৩০ টাকা। তাহলে আর কোথাও বাধা থাকে না। এভাবে তারা রাজশাহীর বাইরে থেকে লোক নিয়ে আসছেন। রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, কীভাবে মানুষ রাজশাহীতে ঢুকছে সেটি অনুসন্ধান করতে গিয়ে কিছু ফাঁকফোকর পাওয়া গেছে। তবে সেটি বন্ধ করা হয়েছে। এখন মাছ ও সবজির ট্রাকে মানুষ পরিবহন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে আগের তুলনায় মানুষের প্রবেশ কমেছে। তবে পুলিশ দাবি করলেও মানুষের প্রবেশ বন্ধ নেই। রাজশাহীর ল্যাবে করোনা পজেটিভ হওয়ার পরই জানা যাচ্ছে তারা নারায়ণগঞ্জ, ঢাকা অথবা গাজীপুর থেকে এসেছেন। তারা সবাই পোশাক কারখানায় কর্মরত। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফেরা লোকজনকে রাজশাহীতে করোনা ছড়াচ্ছে বলে শঙ্কা দেখা দিয়েছে। এ জন্য বাহির থেকে আসা লোকজনকে আলাদা থাকার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে রবিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর আরও তিনজনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আছে রাজশাহীর পুঠিয়া উপজেলার একজন, নওগাঁর আত্রাই উপজেলার একজন ও সিরাজগঞ্জের এনায়েতপুরের একজন। এ নিয়ে রাজশাহী ল্যাবে ১৩ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর