মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বিমান বাহিনীর সহায়তায় মালদ্বীপের ৭১ নাগরিক দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

বিমান বাহিনীর সহায়তায় মালদ্বীপের ৭১ নাগরিক দেশে ফিরলেন

ঢাকা ত্যাগের প্রাক্কালে গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে আরোহণ করছেন মালদ্বীপের অধিবাসীরা -আইএসপিআর

করোনাভাইরাস পরিস্থিতিতে আটকে পড়া মালদ্বীপের ৭১ নাগরিক ও মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের করোনার চিকিৎসা সেবা দিতে ১০ সদস্যের একটি সশস্ত্র বাহিনী মেডিকেল টিম নিয়ে গতকাল মালদ্বীপ গেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০-জে পরিবহন বিমান। আইএসপিআর জানায়, যাত্রাকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আইসাথ সান সাকির উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর ১৫ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন এনামুল হক। এই মিশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকারের পক্ষ হতে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ বিমান বাহিনীর একটি সি-১৩০-জে পরিবহন বিমানের মাধ্যমে মালদ্বীপের ৭১ নাগরিককে ঢাকা থেকে মালদ্বীপে পৌঁছে দেওয়া হয়। দেশে পাঠানোর আগে বিমান বাহিনীর পরিবহন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও চাঁদপুর থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের একত্রিত করা হয়। ৭১ মালদ্বীপ অধিবাসীর মধ্যে ১৮ জন নেপালে অবস্থানরত ছিলেন। এ ছাড়াও মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ ১০ সদস্যের একটি সশস্ত্র বাহিনী মেডিকেল টিম মালদ্বীপে পাঠানো হয়। জানা গেছে এই ফ্লাইটটিতেই আজ প্রায় ৭০জন বাংলাদেশিকে দেশে ফেরৎ আনা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর