মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সাকিবের কাঁকড়া ফার্মে শ্রমিক বিক্ষোভ

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান প্রতিষ্ঠিত সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের শ্রমিকরা চার মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে। গতকাল সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ-বুড়িগোয়ালিনী সড়কে ফার্মের সামনে শ্রমিকরা সড়ক ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে। দুই শতাধিক শ্রমিক তাদের বেতন-ভাতা না পেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। সামাজিক দূরত্ব না মেনে আন্দোলন করায় র‌্যাব-৬ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা থেকে তাদের সরিয়ে দেয়। একপর্যায়ে স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম ফার্ম কর্তৃপরে সঙ্গে আলোচনা করে বিােভরত শ্রমিকদের ৩০ এপ্রিলের মধ্যে বকেয়া বেতন-ভাতা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে বেলা ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকরা তাদের  অবরোধ তুলে নেয়।  এ ব্যাপারে মহিলা শ্রমিক রহিমা বেগম, মহিদুল ইসলাম ও মনোয়ারা বেগম জানান, দীর্ঘদিন ধরে তারা সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মে কাঁকড়া প্রজেক্টে কাজ করে আসছে। কিš' গত জানুয়ারি থেকে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। করোনার প্রাদুর্ভাবে বাইরেও কোথাও কাজ নেই। বাড়িতে বাবা-মা, সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ফার্মের কর্মকর্তা সগির হোসেন পাভেলের কাছে বারবার বলা হলেও বেতন-ভাতা দিচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর