বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টিসিবির পণ্য কিনতে গাইবান্ধায় ভিড়

গাইবান্ধা প্রতিনিধি

টিসিবির পণ্য কিনতে গাইবান্ধায় ভিড়

গাইবান্ধায় টিসিবির পণ্য কিনতে সামাজিক দূরত্ব না মেনেই সাধারণ মানুষের ভিড় -বাংলাদেশ প্রতিদিন

গাইবান্ধায় চলমান করোনা পরিস্থিতিতে ১৭ মার্চ থেকে টিসিবি দুটি ট্রাকযোগে পণ্য বিক্রি শুরু করলেও কম পরিমাণ পণ্য থাকার কারণে প্রতিদিনই পণ্য কিনতে আসা অনেক ক্রেতাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। আবার লাইনে দাঁড়ানো কেউ সামাজিক দূরত্ব মেনেও দাঁড়াতে চান না। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও গাইবান্ধা রেলস্টেশনে দুটি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হয়। সকাল থেকেই আগ্রহী ক্রেতারা ভিড় জমান পণ্য কিনতে। কিন্তু ক্রেতাদের অভিযোগ বেলা ১১টা-১২টার আগে পণ্য বিক্রি শুরু করা হয় না। তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়েন। আবার বিক্রির দুই ঘণ্টার মধ্যেই পণ্য শেষ হয়ে যায় বলে বেশির ভাগ মানুষই পণ্য না পেয়ে ফিরে যান। রেলস্টেশনে টিসিবির পণ্য কিনতে আসা মাহবুব আলম জানান, পর পর দুই দিন লাইনে দাঁড়িয়েও কিছু কিনতে পারিনি। লোকের তুলনায় মালামাল কম থাকায় খালি হাতে ফিরে যেতে হচ্ছে। পণ্য বিক্রির কাজে নিয়োজিত আলম ট্রেডার্স ও সোহা ট্রেডার্সের স্বত্বাধিকারীরা দুই ঘণ্টার মধ্যে পণ্য বিক্রি শেষ হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তিন দিনের জন্য পণ্য বগুড়া গুদাম থেকে এনে তা প্যাকেট ও গোছগাছ করতে ট্রাক নিয়ে বিক্রয়স্থলে পৌঁছতে কিছুটা দেরি হয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর