বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

ইমাম মুয়াজ্জিনদের অনুদান দিলেন জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে এবার রমজানে তারাবিতে মুসল্লি সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে পড়েছেন ইমাম-মুয়াজ্জিনরা। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। করোনা সংক্রমণ পরিস্থিতিতে তিনি তাঁর নির্বাচনী এলাকা চরফ্যাশন মনপুরা উপজেলায় ১ হাজার ৪২১টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে নিজ উদ্যোগে ‘মানুষ মানুষের জন্য’ কর্মসূচির আওতায় ১৪ লাখ ২১ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। গতকাল চরফ্যাশনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এতিমখানা ময়দানে এ অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ইমাম সমিতি চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু নাছের, সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি মনপুরা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. নেছার উদ্দিন।

এ সময় জ্যাকব এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি সারা দেশের কওমি মাদ্রাসাসমূহে ইতিমধ্যে ৮ কোটি ৩১ লাখ টাকা অনুদান দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে করোনা সংক্রমণের কারণে জুমার নামাজসহ মসজিদ বন্ধ রাখলেও বাংলাদেশে সীমিত আকারে হলেও মসজিদ খোলা রেখে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ইমাম মুয়াজ্জিনরা সমাজের সম্মানিত অংশ। করোনা সংকটকালে তাঁদের প্রতিও সুদৃষ্টি দেওয়া প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর