শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

দুই শিফটে করোনা পরীক্ষায় প্রয়োজন আরও জনবল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নমুনা জট কমাতে রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে দুই শিফটে পরীক্ষা শুরু করা হয়েছে। তবে ল্যাবটিতে আরও অন্তত ৪ জন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া না গেলে দুই শিফটে নমুনা পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের ল্যাবগুলোতে কাজের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টরা মুখ্য ভূমিকা পালন করে থাকেন। গত ১ এপ্রিল রাজশাহীতে প্রথম ল্যাব চালুর পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ল্যাবটিতে নমুনা জট বৃদ্ধি পেতে থাকে। ল্যাবটিতে ৮ জন মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন। যা প্রয়োজনের তুলনায় কম। তবে রোগীদের নমুনার চাপ কমাতে স্বল্প জনবল দিয়েই ল্যাব কর্তৃপক্ষ গত ৩ মে থেকে দুই শিফটে নমুনা পরীক্ষা শুরু করে। দুই শিফটে কাজ শুরুর পর প্রতিবন্ধকতা সামনে আসতে শুরু করে ল্যাব সংশ্লিষ্টদের। জনবলের প্রয়োজনীয়তা অনুভব করেন তারা। তাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট চেয়ে আবেদন করা হয়। সক্ষমতা অনুযায়ী ল্যাবটিতে একত্রে ৯৪ জনের নমুনা পরীক্ষ সম্ভব। যা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দীর্ঘ ৫ থেকে ৬ ঘণ্টা সময় প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, টেকনোলজিস্ট ও পরিচ্ছন্নতাকর্মী। তবে সংক্রমণের ঝুঁকি থাকায় ল্যাবে এই কাজে সংশ্লিষ্টদের অন্য কোনো কাজে নিয়োজিত রাখা হয় না। এমনকি সংশ্লিষ্টদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য নির্দিষ্ট সময়ের জন্য ল্যাব থেকে দূরে থাকাটাও জরুরি।

রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বুলবুল হাসান বলেন, ‘স্বল্প জনবল দিয়েই আমরা ল্যাবটি চালু রেখেছি। প্রতিদিনই নমুনার সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। নমুনা জট কমাতে ল্যাবটি এখন দুই শিফটে চালু করা প্রয়োজন, যা ৩ মে থেকে শুরু করা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল চেয়ে কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর