রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টকর্মীদের রাস্তা অবরোধ

প্রতিদিন ডেস্ক

বেতনের দাবিতে মহাখালীতে গার্মেন্টকর্মীদের রাস্তা অবরোধ

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে মহাখালী-বনানীর প্রধান সড়কে শ্রমিকদের বিক্ষোভ -বাংলাদেশ প্রতিদিন

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ঢাকার মহাখালীতে রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকাল ১০টার দিকে মহাখালী-বনানীর প্রধান সড়কে শ্রমিকদের বিক্ষোভ শুরু করেন। খবর বিডিনিউজের। শ্রমিকরা জানিয়েছেন, তাদের কারও এক মাসের এবং কারও দুই মাসের বেতন বাকি রয়েছে। বনানী থানার ওসি নূরে আলম বলেন, ‘অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাস্তায় অবস্থান নেয়। ‘শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর এবং কারখানার মালিকপক্ষের মধ্যে বৈঠক হলেও সমাধান হয়নি।’ আগামী বৃহস্পতিবার বকেয়া পরিশোধের আশ্বাস পেয়ে দুপুর ১টার দিকে শ্রমিকরা সরে যান বলে ওসি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর