কাঁঠাল বোঝাই কাভার্ড ভ্যান থেকে ৭৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল ঢাকা আশুলিয়ার নায়ারহাট বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যানের বিশেষ চেম্বারের ঝালাই কেটে ফেনসিডিলগুলো জব্দ করে র্যাব-৪। র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সাজেদুল ইসলাম সজল জানান, ফেনসিডিল জব্দের সময় নাজমুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জয়পুরহাট জেলায়। সে পুলিশ ও র্যাবের চোখ ফাঁকি দিয়ে সহজে পার পাওয়ার জন্য কাঁচামাল হিসেবে কাঁঠাল বোঝাই কাভার্ড ভ্যানের বডির ভিতরে ঝালাইয়ের মাধ্যমে সংযোগ করা বিশেষ চেম্বারে লুকিয়ে ফেনসিডিল বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, নাজমুল দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কৌশলে কাভার্ড ভ্যান, মালবাহী ট্রাক, পিকআপ এমনকি প্রাইভেটকারে লুকিয়ে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে ঢাকা ও আশপাশ এলাকায় বিক্রি করত।