রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখ্যানের  ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে করোনা বাস্তবতাকে সামনে রেখে ‘জীবন বাঁচাও-জীবিকা বাঁচাও’ প্রতিপাদ্যে নতুন করে বাজেট প্রস্তাব তৈরির আহ্বান জানিয়েছে দলটি। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ এ ঘোষণা দেন। ইউনুছ আহমাদ বলেন, জনবিরোধী এই বাজেট প্রণেতাদের ইতিহাস ক্ষমা করবে না। এ সময় বাজেটে পরিচালন ব্যয় কমিয়ে ও কম প্রয়োজনীয় প্রকল্প স্থগিত করে আয়ের উপায় বাড়িয়ে ঋণনির্ভরতা কমানোর পরামর্শ  দেওয়া হয়। তিনি বলেন, যেখানে কোটি কোটি মানুষের  মৌলিক অধিকার ও ন্যূনতম বেঁচে থাকার সুযোগও সংকীর্ণ  সেখানে ঋণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এত  বেশি বেতন-ভাতা দেওয়ার কোনো মানে নেই।

 সংগঠনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আশরাফ আলী আকন, আশরাফুল আলম, আহমদ আবদুল কাইয়ূম, কেএম আতিকুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী  প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর