শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

সিলেটের সিংহভাগই ‘রেড জোনে’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সারা দেশকে রেড, ইয়েলো আর গ্রিন জোনে ভাগ করছে। এই জোনিং সম্পন্ন করা হয়েছে সিলেটেও। জোনিংয়ে সিলেট নগরীর সিংহভাগ এলাকাই পড়েছে রেড জোন তথা বেশি সংক্রমণ এলাকার মধ্যে। সিলেটের উপজেলা পর্যায়েও রেড জোন বেশি বলে জানা গেছে। জানা গেছে, সরকারি নির্দেশনায় সিলেট জেলায় জোনভিত্তিক ভাগের কাজ শেষ হয়েছে। আজ করোনার সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত মাল্টিসেক্টরাল কমিটির বৈঠকে এ জোনের বিষয়টি প্রকাশ করার কথা রয়েছে। জনসংখ্যার ভিত্তিতে কতোজন আক্রান্ত, এই হার বিবেচনায় সিলেটকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। গতকাল সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪০০ বেশি। সিলেট সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, মহানগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডই রেড জোনের মধ্যে পড়েছে। ইয়েলো জোনে আছে ২টি ওয়ার্ড আর গ্রিন জোনে ৬টি। সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী, রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে নগরীর ১ থেকে ৯ নং ওয়ার্ড, ১২ থেকে ১৪নং ওয়ার্ড, ১৬ ও ১৭নং ওয়ার্ড, ১৯ থেকে ২২নং ওয়ার্ড এবং ২৭নং ওয়ার্ডকে। ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে ১০ ও ১৮নং ওয়ার্ডকে। আর গ্রিন জোনে আছে ১১, ১৫ এবং ২৩ থেকে ২৬নং ওয়ার্ড। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত  করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর