সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

পুরান ঢাকায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ওয়ারীতে রেশমা (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার স্বামী রবিন হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ওয়ারীর ৫৮ নম্বর গোয়ালঘাট লেনের ষষ্ঠ তলা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ওয়ারী থানায় ওই গৃহবধূর বাবা মনু হাওয়ালাদার একটি হত্যা মামলা করেছেন। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ফুলকচি গ্রামে। মামলার এজাহারে মনু হাওলাদার উল্লেখ করেন, আড়াই বছর আগে পরিবারকে না জানিয়ে রেশমা ও রবিন বিয়ে করে। বিয়ের পর তারা ঢাকায় থাকা শুরু করে। শনিবার দুপুরে তার মেয়ে তাকে ফোন করে জানায়- দাম্পত্য কলহে রবিন তাকে মারধর করে। পরে রেশমার লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ জানান, পালারে যাওয়ার জন্য টাকা চাওয়া নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই দাম্পত্য কলহে রেশমাকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখে রবিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর