চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের উদ্যোগে স্মরণকালের সবচেয়ে বড় নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। নিলামে তোলা হবে সাধারণ থেকে বিলাসবহুল গাড়ি, স্টিল পণ্য, গার্মেন্ট এক্সেসরিজ, ফেব্রিক্স, কেমিক্যাল, ইলেকট্রনিক্স সামগ্রী, পেপার ও পেপার সামগ্রী, হার্ডওয়্যার, টেক্সটাইল মেশিনারিজ, সিরামিক আইটেমসহ নানান ধরনের পণ্য। বিভিন্ন সময় আটক করা ও আমদানি করে কাস্টমস থেকে দীর্ঘদিন ধরে ছাড়িয়ে না নেওয়া পণ্যগুলোই নিলামে তোলা হচ্ছে। হাই কোর্টে রিট থাকায় বেশ কিছু পণ্যের নিলাম হচ্ছে না। যা নিলাম হচ্ছে তার মধ্যে পচনশীল পণ্যও রয়েছে। এর মধ্যে বেশ কিছু কনটেইনার রয়েছে আপেল-মালটা জাতীয় ফলের। এতে মোট ২০০ কনটেইনার নিলামযোগ্য পণ্যের নিলাম হবে। ১৬৪টি লটে ভাগ হবে এসব কনটেইনার। একটি লটে এক থেকে তিনটি কনটেইনার পণ্য রয়েছে। নিলামের জন্য ইতিমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে। উপযুক্ত দরপত্র প্রদানের মাধ্যমে এসব পণ্য ছাড় দেওয়া হবে। কাস্টমসের নিলাম শাখা এ তথ্য নিশ্চিত করেছে। কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, অনেকগুলো পণ্যের চালান আমদানিকারক প্রতিষ্ঠান ছাড় না নেওয়ায় নিলামে তোলা হচ্ছে। চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে দিনব্যাপী এই নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের তালিকায় রয়েছে ৪টি বিলাসবহুল গাড়ি, ১৫০ টন পিয়াজ, ১৭৪ টন মহিষের মাংস, ২৪ কনটেইনার আপেল, ৭২৯ টন বিভিন্ন ধরনের পশু খাদ্য, ৪০ কনটেইনার গার্মেন্ট পণ্য, ৯ টন মাছ। এ ছাড়া ৮ কনটেইনার আর্টপেপার এবং ২৮ কনটেইনার বিভিন্ন ধরনের মেশিনারিজ পণ্য। সকাল থেকে এসব পণ্যের নিলাম শুরু হবে। দুপুর পর্যন্ত দরদাতারা নির্দিষ্ট শিডিউলে নিজেদের ঐচ্ছিক দর দিয়ে ফরম জমা দিতে পারবেন। একই দিন বিকালে উপযুক্ত দরদাতা নির্ধারণ করে তাদের কাছে এসব পণ্য ছাড় এবং হস্তান্তর করবে কাস্টমস।