রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

হালদা নদী থেকে ৩ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে হালদা নদীর সাত্তার ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়েছে। গতকাল দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন। হালদার জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ১১৬টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১ লাখ মিটারের বেশি জাল জব্দ করা হয়। হালদার মা মাছ ও ডলফিন রক্ষায় এ অভিযান পরিচালিত হয়। ইউএনও বলেন, ‘হালদার বিভিন্ন অংশে চোরা মাছ শিকারিদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। গতকাল দুপুরে অভিযান পরিচালনাকালে প্রায় ৩ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়। গত প্রায় দেড় বছরে হালদার জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ১১৬টি অভিযান পরিচালনা করে। এ নদীর মা মাছ ও ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর