সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

পুলিশ-আনসার-ফায়ারে করোনায় আক্রান্ত ১২ হাজার ৪৩০

নিজস্ব প্রতিবেদক

পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের ১২ হাজার ৪৩০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সদর দফতর এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, গতকাল পর্যন্ত ১১ হাজার ৪৮৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২ হাজার ৩৩৯ জন আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় ৭ হাজার ৫৫৫ জন সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন। পুলিশে গতকাল পর্যন্ত মোট ৪ হাজার ৬৩৫ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ১১ হাজার ৪৩৪ জন পুলিশ কর্মকর্তা। চলমান এ যুদ্ধে পুলিশের ৪৫ সদস্য মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, গতকাল পর্যন্ত ৭৩৯ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩৮৫ জন সদস্য সুস্থ হয়েছেন। ১৫৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোয়ারেন্টাইনে আছেন ১৬৫ জন। তিনজন কর্মকর্তাসহ সুস্থ হয়েছেন ৪১৫ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ৩ সদস্য। আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ লকডাউন এলাকাসহ সারা দেশের সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে এবং নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, গতকাল পর্যন্ত ২০২ জন ফায়ার সার্ভিসের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৫৬ জন। কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর