মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে কমছে নমুনা পরীক্ষা কমেনি আক্রান্তের হার

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে কমছে নমুনা পরীক্ষা কমেনি আক্রান্তের হার

চট্টগ্রামের সরকারি-বেসরকারি ছয়টি ল্যাবে দৈনিক করোনাভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষার সক্ষমতা আছে প্রায় দেড় হাজার। গত ২৯ জুন এসব ল্যাবে সর্বোচ্চ এক হাজার ৫৯৬টি নমুনা পরীক্ষা হয়। কিন্তু গত এক সপ্তাহ ধরে নমুনা পরীক্ষার সংখ্যা অনেক কমে গেছে। গত ১২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯৭টি, ১১ জুলাই ৪২৫টি, ১০ জুলাই ১ হাজার ৯৯টি ও ৯ জুলাই ৭৮১টি। এ চার দিনে গড়ে নমুনা পরীক্ষা করা হয় ৭২৫টি করে। তবে নমুনা পরীক্ষার সংখ্যা কমলেও শনাক্তের হার কমেনি। গত ১২ জুলাই শনাক্ত হয় ১০৭ জন, ১১ জুলাই ১০৫ জন, ১০ জুলাই ১৯২ জন ও ৯ জুলাই ১৬২ জন। এ চার দিনে দৈনিক ১৪১ জনের বেশি আক্রান্ত হন। পরীক্ষা করা নমুনার মধ্যে পজিটিভ শনাক্তের হার ২৪ দশমিক ৭০ শতাংশ। সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। তবে সরকার করোনার ফি নির্ধারণ, রিপোর্ট পেতে বিলম্ব, উপসর্গহীন ব্যক্তিদের নমুনা পরীক্ষায় অনুৎসাহিত করা ও আক্রান্ত রোগীদের দ্বিতীয় বা তৃতীয় টেস্ট করতে অনুৎসাহিত করাসহ নানা কারণে মানুষ নমুনা পরীক্ষায় আগ্রহ হারিয়েছে বলে মনে করছে ভুক্তভোগীরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী বলেন, ‘নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়া মানে করোনা নিয়ন্ত্রণে আসছে, এমনটি মোটেও নয়। উপসর্গ দেখা যাওয়া ছাড়াও করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তাই পরীক্ষা করে নিশ্চিত হওয়া জরুরি। অন্যথায় পজিটিভ রোগী করোনা নিয়েই সর্বত্র চলাফেরা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘নমুনা পরীক্ষার সংখ্যা কমছে তা ঠিক। তবে সংক্রমণের হার কমেনি। তাই এখন সবারই উচিত স্বাস্থ্য বিধি মেনে সতর্কতার সঙ্গে চলা। না হয় আগামীতে আমাদের আরও চরম মাশুল দিতে হবে। বাড়তে পারে আক্রান্তের হার। তাছাড়া সামনের ঈদুল আজহা সবার জন্যই একটি বড় চ্যালেঞ্জ। কোরবানির ঈদকে কেন্দ্র করে সংক্রমণ বাড়ার শঙ্কা আছে।

তাই এখন থেকেই সতর্ক থাকতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর