মালদ্বীপে বকেয়া বেতন আদায়ে সংঘর্ষে জড়িয়েছেন কয়েকশ বাংলাদেশি শ্রমিক। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪১ জন। এর মধ্যে ৩৯ জন বাংলাদেশি। এ তথ্য টেলিফোনে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হাসান। তিনি জানান, ওই কারাখানাটিতে প্রায় ৭০০ বিদেশি শ্রমিক কাজ করতেন। প্রায় চার-পাঁচ মাস বেতন না পেয়ে গতকাল বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। কয়েকদিন আগেও একটি দ্বীপে একই রকম ঘটনা ঘটে। বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার্থে বাংলাদেশি শ্রমিকদের সংঘর্ষে না জড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত নাজমুল হাসান।