রবিবার, ১৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে জাতীয় ঐক্য জরুরি : বুলু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, করোনা নিয়ে সরকার শুরু থেকেই বিশেষ গুরুত্ব দেয়নি। যদি গুরুত্ব দিত তাহলে আজকের এ পরিস্থিতির সৃষ্টি হতো না। করোনাকালে সম্মুখযোদ্ধা চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রণোদনার আওতায় নিয়ে আসা জরুরি। জাতির এ ক্রান্তিলগ্নে সরকারের উচিত, দল-মতনির্বিশেষে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা। সবাই মিলে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

গতকাল সকালে নোয়াখালীর বেগমগঞ্জে জেনুইন কমিউনিটি সেন্টারে ‘করোনা মহামারী প্রতিরোধে সচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী, যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, স্থানীয় বিএনপি নেতা মফিজুর রহমান দিপু, মীর জুমলা মিঠু, মাহফুজুল হক আবেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর