বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা

উধাও সচিবালয়ের দেয়ালঘেঁষা ম্যানহোলের ঢাকনা

নিজামুল হক বিপুল

উধাও সচিবালয়ের দেয়ালঘেঁষা ম্যানহোলের ঢাকনা

পথচারী চলাচলের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের দেয়ালঘেঁষা ফুটপাথ। সদ্যনির্মিত ফুটপাথের ম্যানহোলের ঢাকনা কেউ খুলে নিয়ে যাওয়ায় রীতিমতো মৃত্যুফাঁদ গণি রোডে সচিবালয়ের মূল ফটকের অদূরের ফুটপাথ। জানা গেছে, সচিবালয়ের পয়ঃনিষ্কাশনব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে গেল ফেব্রুয়ারিতে সচিবালয়ের চারপাশে ড্রেনেজব্যবস্থার উন্নয়নে কাজ শুরু হয়। পুরনো পাইপ তুলে নতুন পাইপ বসানো হয়। এজন্য সচিবালয়ের দেয়ালঘেঁষা ফুটপাথ ভাঙা পড়ে। করোনা সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটির কারণে এ উন্নয়নকাজ সাময়িক বন্ধ থাকে। সম্প্রতি সচিবালয়ের চারপাশের ড্রেনেজের কাজ শেষ হয়েছে। এরপর সচিবালয়ের পশ্চিম, দক্ষিণ ও পুব পাশের দেয়ালঘেঁষা ফুটপাথ সম্প্রতি নতুন করে ঢালাই করা হয়। উত্তর পাশে মেট্রোরেলের কাজ চলমান থাকায় সে অংশে ফুটপাথ নির্মিত হয়নি। নতুন ফুটপাথ নির্মাণ করে পয়ঃনিষ্কাশনব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে ফুটপাথের ওপর একটু পরপর পয়েন্ট ধরে ধরে ম্যানহোল তৈরি করা হয়। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লোহার ঢাকনা বসানো হয়। কিন্তু সে লোহার ঢাকনা চুরি শুরু হয়েছে। সোমবার ফুটপাথ ধরে সচিবালয়ে প্রবেশের সময় দেখা যায়, গণি রোডে সচিবালয়ের প্রধান ফটকের কাছে দেয়ালঘেঁষা ফুটপাথ থেকে ম্যানহোলের ঢাকনা চুরি গেছে। সংশ্লিষ্টরা বলছেন, জোরালো মনিটরিং না থাকায় বিশেষ করে রাতের বেলা কোনোরকম পাহারা কিংবা ঢাকনা যাতে কেউ খুলতে না পারে সে রকম ব্যবস্থা না থাকায় ঢাকনা চুরি হচ্ছে।

এখন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বাকি ঢাকনাগুলো চুরি যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ঢাকনা চুরি যাওয়ার ফলে একদিকে যেমন ফুটপাথজুড়ে মৃত্যুফাঁদ তৈরি হচ্ছে, তেমন সরকারি সম্পদও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া সচিবালয় এলাকায় ফুটপাথ থেকে ম্যানহোলের ঢাকনা চুরি যাওয়ায় অনেকেই বলছেন, সচিবালয়ের দেয়ালঘেঁষা ফুটপাথও চোরের হাত থেকে নিরাপদ নয়!

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর