শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

বরাদ্দ কমল ঢাবির গবেষণায়

৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থবছরের জন্য ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের মূলতবি অধিবেশনে এই বাজেট অনুমোদন করেন এর সদস্যবৃন্দ। এই অধিবেশনে ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। এর আগে, সোমবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এই বাজেট অনুমোদন দেয়। বাজেটে ব্যয়ের খাত হিসেবে বেতন ও ভাতাদি বাবদ ৪৮২ কোটি ৭৭ লাখ, সরবরাহ ও সেবা সহায়তা খাতে ১৯৮ কোটি ৪ লাখ ৯৫ হাজার টাকা, পেনশন ও অবসর সুবিধা খাতে ১২৫ কোটি টাকা, গবেষণা মঞ্জুরি খাতে ৯ কোটি ৫০ লাখ টাকা, অন্যান্য অনুদান খাতে ২৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা এবং মূলধন খাতে ৩০ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকার কথা উল্লেখ করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৭৪৮ কোটি ৬ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত যেমন- শিক্ষার্থীদের কাছ থেকে ফি, ভর্তি ফরম বিক্রি, বেতন-ভাতা থেকে কর্তন, সম্পত্তি প্রভৃতি থেকে ৭১ কোটি টাকা আয় হবে। বাজেটে ঘাটতি থাকছে ৫০ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে, ২০১৯-২০ শিক্ষাবর্ষের সংশোধিত বাজেটের পরিমাণ ৮৪৫ কোটি ১৫ লাখ টাকা। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৭২৯ কোটি ৮০ লাখ টাকা ও নিজস্ব খাত থেকে ৭১ কোটি টাকাসহ মোট ৮০০ কোটি ৮০ লাখ টাকা আয় ধরা হয়েছে। এতে ঘাটতি দাঁড়িয়েছে ৪৪ কোটি ৩৫ লাখ টাকা।  প্রস্তাবিত বাজেটে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংশ্লিষ্ট খাতগুলোতে মোট বরাদ্দ করা হয়েছে ৪০ কোটি ৯১ লাখ টাকা, যা মোট বাজেটের ৪ দশমিক ৭ শতাংশ। বিগত ২০১৯-২০ অর্থবছরে মোট ৮১০ কোটি ৪২ লাখ টাকার বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা, যা ওই বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ। ফলে টাকার অঙ্গে সামান্য বাড়লেও শতকরা হারে বরাদ্দ কমেছে।

বরাদ্দকৃত অর্থের মধ্যে কয়েকটি অনুষদের গবেষণার সরঞ্জাম কেনা এবং কয়েকটি অনুষদ-বিভাগের ল্যাবরেটরি যন্ত্রপাতি কেনা ও ল্যাব স্থাপনে ১৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া গবেষণা মঞ্জুরি হিসেবে রয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের ৫৬টি গবেষণা কেন্দ্রের জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা, গবেষণা প্রকল্পে বিশেষ অনুদান হিসেবে ২ কোটি টাকা এবং শিক্ষকদের গবেষণা ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর