শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা
করোনা সংক্রমণ

রাজশাহী বিভাগে করোনা আক্রান্তদের অর্ধেক সুস্থ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনা আক্রান্তদের অর্ধেক সুস্থ

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বিভাগের আট জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯০৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৭ জন। গতকাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সক্রিয় ৫ হাজার ৮২১ জন রোগীর মধ্যে ৩ হাজার ৯৭১ জনেরই তেমন উপসর্গ নেই। তাই তারা বাড়িতেই আইসোলেশনে আছেন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে আছেন ১ হাজার ১১৬ জন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে সর্বোচ্চ ৯০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁয় ১৩, নাটোরে ১, জয়পুরহাটে ২ জন, সিরাজগঞ্জে ১০ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন। সর্বশেষ বুধবার বগুড়ায়  ৫ জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন শনাক্ত হয়েছেন ২১৯ জন। এর মধ্যে রাজশাহীতেই শনাক্তের সংখ্যা ৭৮ জন। এর বাইরে বগুড়ায় ৫৯ জন, সিরাজগঞ্জে ৫০ জন, পাবনায় ২৮ জন, নওগাঁয় ৩ জন এবং জয়পুরহাটে ১ জন শনাক্ত হয়েছেন। বিভাগে মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৩৭০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ৪২৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩১৮, নওগাঁয় ৮৪৪, নাটোরে ৩৮৭, জয়পুরহাটে ৬৫৬, সিরাজগঞ্জে ১ হাজার ১৮০ জন এবং পাবনায় ২১৪ জন শনাক্ত হয়েছেন। বুধবার বিভাগে সুস্থ হয়েছেন ২৩১ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ২৮ জন, নাটোরের ৮ জন, জয়পুরহাটের ২ জন, বগুড়ার ১৭৯ জন, সিরাজগঞ্জের ৬ জন এবং পাবনার ৪ জন রয়েছেন।

বিভাগের মধ্যে এ পর্যন্ত রাজশাহীর ৭৬৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩৮ জন, নওগাঁর ৬৪০ জন, নাটোরের ১৫২ জন, জয়পুরহাটের ১৯৭ জন, বগুড়ার ২ হাজার ৫৭৫ জন, সিরাজগঞ্জের ৩০৯ জন এবং পাবনার ৩১৩ জন করোনামুক্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর