শিরোনাম
শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনা সফল

-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ মোকাবিলায় শেখ হাসিনা সফল

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব দুর্যোগ মোকাবিলায় সফল। তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ও বিএনপি নেতারা একই সমালোচনার বাঁশি বহুদিন ধরেই বাজাচ্ছেন। তাদের কাছে একই ঢোলের আওয়াজ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, পৃথিবীতে যে কটি দেশে করোনাভাইরাসে মৃত্যুহার খুব কম, এর একটি বাংলাদেশ। এমনকি ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে মৃত্যুর হার অনেক কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে।’ গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

বন্যা মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলোর বিষয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা যখন ক্ষমতায় ছিলেন, তখন সঠিকভাবে দুর্যোগ মোকাবিলা করতে পারেননি। সে ব্যর্থতা আমরা বারবার দেখেছি। ’৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় তাদের ব্যর্থতা দেখেছি। তাদের সিদ্ধান্তহীনতা ও ঘূর্ণিঝড়ের পরে সরকারের সঠিক কার্যক্রমের অভাবে লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল, হাজার হাজার কোটি টাকার সম্পদহানি হয়েছিল। তাদের আমলে ২০০৪ সালে বন্যার সময় দেশের মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছিল। ঢাকা শহরে সমস্ত জায়গায় পানি উঠেছিল। তারা সে বন্যাও সঠিকভাবে মোকাবিলা করতে পারেনি। তারা যখনই ক্ষমতায় ছিলেন কোনো দুর্যোগই সঠিকভাবে মোকাবিলা করতে পারেননি।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, তখনই সাহসী ও দূরদর্শী নেতৃত্বে সব সময় দুর্যোগ সঠিকভাবে মোকাবিলা করেছেন। তিনি বলেন, ‘১৯৯৮ সালে দেশের ৭৫ ভাগ এলাকা পানির নিচে চলে গিয়েছিল, তিন মাস বন্যার পানি ছিল, বাংলাদেশে মানুষ অনাহারে মৃত্যুবরণ করেনি। ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আইলাসহ অনেক দুর্যোগের সফল মোকাবিলার কথা আপনারা জানেন। আমরা ক্ষমতায় আসার পর গত সাড়ে ১১ বছরে বহুবার বন্যা হয়েছে। এ বছরও ঘূর্ণিঝড় হয়েছে। তখন প্রধানমন্ত্রী নির্ঘুম রাত কাটিয়ে সে ঘূর্ণিঝড় মোকাবিলা করেছেন। মানুষকে ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা, ঘূর্ণিঝড়-পরবর্তী ত্রাণ তৎপরতা চালিয়ে তাদের রক্ষার দায়িত্ব তিনি পালন করেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বন্যা নিয়ে বসবাস করি। বন্যাকে কীভাবে মোকাবিলা করতে হয় বাংলাদেশের মানুষ তা জানে। বন্যা আমাদের নিত্যসঙ্গী। যেসব দেশ বন্যার সঙ্গে পরিচিত নয়, জাতিসংঘের পূর্বাভাস তাদের জন্য অবশ্যই সহায়ক। কিন্তু বাংলাদেশের মানুষ বন্যা নিয়ে বসবাস করে। বন্যা কীভাবে মোকাবিলা করতে হয় তা আমাদের জানা এবং আমাদের কাছ থেকে অনেকে বন্যা মোকাবিলা শিখতেও পারে।’

এ ছাড়া তথ্যমন্ত্রী গতকাল নিজ দফতর থেকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের সহায়তায় হাটহাজারী স্কুলে বিজ্ঞান ভবন নির্মাণকাজ উদ্বোধন করেন।

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে শোক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম মহানগরের একটি হাসপাতালে করোনা চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে চেয়ারম্যান মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর