শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

রংপুরে গরুর হাটে পুলিশ বক্স ও জাল টাকা শনাক্তকারী মেশিন

নজরুল মৃধা, রংপুর

রংপুরে ৪০টি স্থায়ী গরুর হাটে পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। এসব হাটে জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন স্থাপন করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের মোবাইল টিম কাজ করছে। এদিকে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন। কোরবানির পশু যত্রতত্র জবাই না করে নির্ধারিত স্থানে জবাই করার জন্য নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।  ঈদুল আজহায় রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই করার জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র কোরবানির পশু জবাই রোধে এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের  নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরিধানের বিষয়টিও কঠিনভাবে  দেখাশোনা করা হবে বলে জানিয়েছেন মেয়র। গতকাল দুপুরে রসিকের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রসিক মেয়র এসব কথা বলেন। এ সময় রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর নুরুন্নবী ফুলু, হাসনা বানু উপস্থিত ছিলেন।

রসিক মেয়র বলেন, কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণে সিটি করপোরেশন থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধ এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণে এরই মধ্যে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা শুরু হয়েছে।  এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে সড়কে কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে জেলার প্রতিটি থানায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহল। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ গুরুত্বপূর্ণ স্থানগুলো নজরে রেখেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর