বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশের উত্তরাঞ্চল থেকে মধ্যাঞ্চল বন্যায় লাখ লাখ মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে। কিন্তু এই অসহায় মানুষের পাশে সরকারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা লুটপাটে ব্যস্ত। গতকাল দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের একটি অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, করোনার সময় হাসপাতালগুলো নরকে পরিণত হয়েছে। সরকার করোনা চিকিৎসার কোনো প্রস্তুতি গ্রহণ করেনি। ফলে রোগীরা রাস্তায় রাস্তায় ঘুরে, গাড়িতে, অ্যাম্বুলেন্সে, ভ্যানের মধ্যে মৃত্যুবরণ করছে। আইসিইউ, ভেন্টিলেটর, অক্সিজেনের জন্য হাহাকার করছে করোনা আক্রান্ত রোগীরা। আবার যেসব হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য সরকার দায়িত্ব দিয়েছে তারা এই মহামারীকে লুটপাটের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।
করোনার মিথ্যা, জাল রিপোর্ট দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। আর এসব করেছে সরকারের ছত্রচ্ছায়ায় থাকা রিজেন্ট-জেকেজির সাহেদ-সাবরিনা চৌধুরীরা।বিএনপির এই নেতা বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় জনগণের কাছে সরকারের কোনো দায় নেই। তারা রাতের অন্ধকারের ভোটে ক্ষমতায় এসেছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। সত্যিকারের গণতান্ত্রিক, জনপ্রতিনিধিত্বমূলক সরকার থাকলে দেশে এই দুর্যোগকালে দুর্নীতি, জাল-জালিয়াতি থাকত না।